চয়ন রায়ঃ কলকাতাঃ কম সুদে ঋণের প্রস্তাব দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে লেকটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার ছ’জন। যার মধ্যে দুই জন তরুণীও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রতারকরা লেকটাউন থানা এলাকায় ১৭/কে/৫ দক্ষিণদারি রোডের একটি বহুতলের তিনতলায় অফিস খুলে ওই ভুয়ো কলসেন্টার চালাচ্ছিল। এখানে মূলত কম সুদে ঋণের টোপ দিয়ে তাদের নামে বিমা বানিয়েই টাকা লোপাট করা হত। পুলিশ ওই অফিসে তল্লাশি চালিয়ে প্রায় ৩০টি মোবাইল ফোন, অনেকগুলি ক্রেডিট কার্ড ও বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর আগেও পুলিশী তৎপরতায় কলকাতায় ভুয়ো কলসেন্টারের মাধ্যমে প্রতারণা চক্র ফাঁস হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশের নাগরিকদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। কোথাও আবার পরিষেবা দেওয়ার নাম করেও গ্রাহকদের উপর অনাবশ্যক অর্থের বোঝা চাপানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here