নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ শীতের দাপট অনেকটা কমলেও উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনো কুয়াশার তীব্রতা অব্যাহত আছে। আর এই ঘন কুয়াশার জেরে আজ সকালে উত্তরপ্রদেশের কনৌজের তেলগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৬ জন।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি লখনউ থেকে মেহদিপুর বালাজির পথে যাচ্ছিল। ঠিক সেই সময় কুয়াশার ঘনঘটায় গাড়িটি বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। প্রবল ধাক্কার ফলে গাড়িটির সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereউত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য সিনিয়র অফিসারদের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে এই কুয়াশার কারণেই যমুনা এক্সপ্রেসওয়েতেও ছ’টি গাড়ি পরস্পরকে ধাক্কা মারে। আর ওই দুর্ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ১২ জন।