অভিজিৎ গুহঃ উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় গাছ থেকে অনবরত ৫০০ টাকার নোট পড়তে দেখে চোখ ছানাবড়া হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের। ঘটনাটি জানাজানি হতেই ভিড় জমে যায় ঘটনাস্থলে।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, একজন বৃদ্ধ রেজিস্ট্রি অফিসে জমি বিক্রি করে টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরোনোর সময় একটি বাঁদর তাকে থাপ্পড় মেরে খাবার ভেবে তার কাছ থেকে ব্যাগটি কেড়ে রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থাকা ওই গাছটিতে উঠে যায়। এবং গাছে বসে ব্যাগটি উপুড় করার পরই গাছের উপর থেকে টাকাগুলো ঝরতে থাকে। তারপর সেখানে উপস্থিত লোকজন সমস্ত টাকা একজায়গায় করে বৃদ্ধ মানুষটিকে টাকাগুলো ফেরত দিয়ে দেন। যার ফলে অনেকটাই নিশ্চিন্ত হন তিনি।
সম্প্রতি এই ধরণের অবাক করা ঘটনা আগ্রাতেও ঘটে গিয়েছিল।