নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামের কাছে চামোলি থেকে বদ্রীনাথের রাস্তায় তুষারধসের জেরে ৫০ জনেরও বেশী শ্রমিক আটকে পড়েছেন। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। এই ঘটনায় পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, মানা গ্রামে শ্রমিকদের ক্যাম্প ছিল। ওই ক্যাম্পের উপরই হুড়মুড়িয়ে তুষারধস নামে। এতে ৫৭ জন শ্রমিক চাপা পড়ে যান। এর মধ্যে দশ জন শ্রমিক বরফের নীচ থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছেন। এমনকি পথ চলতি গাড়ির উপরও এই ধস নেমেছে। উদ্ধারকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাকি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন। ইতিমধ্যেই রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ সহ আইটিবিপি এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
পাশাপাশি তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, হিমবাহ ভেঙে গিয়ে এই তুষারধস আছড়ে পড়েছে। এদিকে, বদ্রীনাথের আবহাওয়াও বেশ খারাপ। মৌসম ভবন পার্বত্য এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। যার জেরে উদ্ধারকাজেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে।