পিকআপ ভ্যান উল্টে আহত ৫০
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ দুবরাজপুরঃ বীরভূমের জয়দেব থেকে ধান পোতার কাজ সেরে রাজনগর ব্লকের লাউজোড় গ্রামে বাড়ি ফেরার পথে দুবরাজপুর থানার পণ্ডিতপুর পেট্রোলপাম্পের কাছে একটি পিকআপ ভ্যান উল্টে যায়। এই দুর্ঘটনায় আহত হন প্রায় ৫০ জন।
পিকআপ ভ্যানটিতে প্রায় ৫০ জন দিনমজুর ছিল। আচমকাই একটা আওয়াজ হয়। এরপরই গাড়িটি পাল্টি খেয়ে উল্টে যায়। তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল পাঠায়। আর পরে ২৫ জন দিনমজুরকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি প্রত্যেকজন দিনমজুর কমবেশি জখম হয়েছে।
এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।