নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ উপত্যকায় জঙ্গি হামলা বেড়েই চলেছে। আর বার বারই সংখ্যালঘুদের উপর এই হামলা করা হচ্ছে। এর জেরে সংখ্যালঘুদের একটা বড়ো অংশ জম্মুর দিকে রওনা দিয়েছেন।
গোপন সূত্রের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়ার পর আজ সকালবেলা কাশ্মীরের পুঞ্চ জেলার বান্দিপোরার হাজিন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এরপর জঙ্গিরা সেনার উপর গুলি বর্ষণ করে। সেনা ও জঙ্গিদের সংঘর্ষের মধ্যেই এনকাউন্টার শুরু হয়। এই ঘটনায় ৪ জন জওয়ান সহ ১ জন জিওসি শহীদ হন।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ইতিমধ্যেই নিরাপত্তবাহিনী গোটা উপত্যকায় ৯০০ জনেরও বেশী সন্দেহভাজনকে আটক করেছে। এর মধ্যে পাথর ছোঁড়া এবং অন্য সমাজ বিরোধী কাজে যুক্ত ব্যক্তিরাও আছে। এদের জেরা করে হত্যাকারীদের খোঁজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
শ্রীনগর থেকে শিক্ষা দপ্তরের এক ব্যাক্তি জম্মু এসে জানিয়েছেন, “কাশ্মীরে রাস্তায় চলতে চলতে প্রত্যেকের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে হচ্ছিল। মনে হচ্ছিল যে আমাদের কেউ গুলি করবে”।
Sponsored Ads
Display Your Ads Here