অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেপ্তার এক জন নাবালক সহ পাঁচ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি থানায় অভিযোগ জানায়, তাকে কলকাতা পুলিশের ইনস্পক্টর পরিচয় দিয়ে কেউ ফোন করে বলেন যে অবৈধ যৌনতা সংক্রান্ত কোনো ঘটনায় তার নাম জড়িয়ে পড়েছে। কিন্তু পুলিশের খাতা থেকে নাম মুছে দেওয়ার বিনিময়ে টাকা দিতে হবে। এরপর সন্দেহবশ্ত লালবাজারের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করেন।
তারপর লালবাজার থানার সাইবার ক্রাইম বিভাগ তদন্তে নেমে ফোন নম্বর ট্র্যাক করে জানতে পারে রাজারহাটের শাপুরজি আবাসন থেকে এই ফোন করা হয়েছিল। এছাড়া আরো বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই আবাসনে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
এর পাশাপাশি ধৃতদের কাছ থেকে তিনটি এটিএম কার্ড ও সিমকার্ড সহ সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। তবে এই ঘটনাটিতে আর কোনো চক্র জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে।