নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ দুপুরবেলা মহারাষ্ট্রের নাগপুরের হিংনা থানা এলাকার ধামনা গ্রামে ‘চামুণ্ডি এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড’ নামের একটি বিস্ফোরক তৈরীর কারখানায় আচমকা বিস্ফোরণের ঘটনায় আগুনে একেবারে ঝলসে গিয়ে অন্ততপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আর আরো ৫ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর অনুসারে, শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরের এই কারখানায় ওই সময় শ্রমিকেরা বিস্ফোরক প্যাকেটবন্দি করছিলেন। বিস্ফোরণের শব্দ পেয়েই সকলে ছুটে গিয়ে দেখেন শ্রমিকদের দেহগুলি কারখানার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরে পুলিশ খবর খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এনসিপি (এসপি) নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ দাবী করেন, “কারখানাটির মালিক ও ম্যানেজার পলাতক।” যদিও পুলিশ বিস্ফোরণের কারণ ভালোভাবে খতিয়ে দেখার পাশাপাশি কারখানার মালিকের সন্ধানে তল্লাশি চালানো শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here