অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার হরিদেবপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫ জন যুবক।
পরিবারের তরফে জানা গিয়েছে, গতকাল রাতেরবেলা নাবালিকা এক বান্ধবীর সাথে দোকানে গিয়েছিল। দোকান থেকে চা খেতেও যায়। পরে জোড়াপুকুর অঞ্চলের কাছে বড়ো রংকল মাঠে গেলে তিন জন যুবকের সাথে দেখা হতেই ওই যুবকরা নাবালিকাকে মাঠ থেকে অন্যত্র নিয়ে গিয়ে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার চেষ্টা করে।
এরপর রাতভর একটি বাড়িতে জোর করে আটকে রেখে যৌন নির্যাতন চালায়। আজ ওই নাবালিকা বাড়ি ফিরে পুরো বিষয়টি পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে হরিদেবপুর থানার পুলিশের কাছে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হরিদেবপুর থেকেই অভিযুক্তদের গ্রেফতার করেছেন। পুলিশের অনুমান যে, অভিযুক্তদের কয়েক জন ওই নাবালিকার পূর্ব পরিচিত ছিল। কিন্তু মূল অভিযুক্তের সাথে আগে থেকে পরিচয় ছিল না।