নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ আজ চেন্নাইয়ে কিলকাট্টালাইয়ের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরের জলাশয়ে নেমে স্নান করার সময় তলিয়ে গেল ১৮ বছর থেকে ২৫ বছর বয়সী ৫ জন যুবক। উৎসব চলাকালীন মন্দিরে এমন দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, সকালবেলা থেকেই দর্শনার্থীরা স্থানীয় তীর্থবারি উৎসবে মেতে উঠেছিলেন। আর উৎসব উপলক্ষে অনেকে মন্দির সংলগ্ন জলাশয়ে স্নান করতে নেমেছিলেন। আর তাদের মধ্যে পাঁচ জন জলে তলিয়ে যায়। এরপর কিছুক্ষণ জলাশয়ে তল্লাশি চালানোর পর মৃতদেহগুলি দেহ উদ্ধার করা হয়েছে।
মৃতেরা হলো মাদিপাক্কামের বাসিন্দা রাঘবন, কিলকাট্টালাইয়ের বাসিন্দা যোগেশ্বরন ও নানগানাল্লুর এলাকার বাসিন্দা সূর্য, বনেশ এবং রাঘবন। পুলিশ মন্দিরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এছাড়া দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
এরপর মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষ বা অন্য কারোর গাফিলতি রয়েছে না, অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্তসাপেক্ষ। এছাড়া হিন্দু ধর্ম এবং দাতব্য সংগঠনের তরফ থেকে জলাশয়টিকে পরীক্ষা করে দেখা হচ্ছে।