নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রামলীলার মেলায় একটি ঘূর্ণি (চলতি পরিভাষায় ব্রেক ডান্স) প্রবল বেগে ঘুরতে ঘুরতে ভেঙে যেতেই দুই জন মহিলা ও তিন জন শিশু নীচে ছিটকে পড়তেই হুলস্থুল পড়ে যায়।
জানা গিয়েছে, ঘূর্ণিতে দশ জন উঠেছিলেন। দুই জন মহিলা একটি ক্যাপসুলে তিন জন শিশুকে নিয়ে বসেছিলেন। কিন্তু হঠাৎ করে সেই ক্যাপসুলটি মূল কাঠামো থেকে ভেঙে বেরিয়ে যেতেই মুহূর্তে পাঁচ জন ছিটকে পড়েন। আর ক্যাপসুলটি পাশে উড়ে গিয়ে পড়ে।
এই দুর্ঘটনার খবর পেয়ে মেলায় হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েক জন পদপিষ্টও হন। এরপর তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রশাসন এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।