নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ অযোধ্যার রাম মন্দির নির্মাণে অনুদান চেয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে লক্ষ লক্ষ টাকার প্রতারণার জেরে নয়ডা সাইবার পুলিশ ও লখনউ সাইবার ক্রাইম হেডকোয়ার্টার্সের যৌথ দলের উদ্যোগে গ্রেপ্তার করা হলো ৫ জনকে।
পুলিশ জানিয়েছে, ভুয়ো ওয়েবসাইটে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া ছিল। সেখান থেকেই রাম মন্দির নির্মাণ প্রকল্পের নাম করে ৫ জন অভিযুক্ত লক্ষ লক্ষ টাকা লুঠ করে নিয়েছে। ওই ৫ জন অভিযুক্ত হলেন ২১ বছর বয়সী আশিস গুপ্ত, ২২ বছর বয়সী সূরজ গুপ্ত, ২২ বছর বয়সী সুমিত কুমার, ২৪ বছর বয়সী অমিত ঝাঁ এবং ২৬ বছর বয়সী নবীন কুমার সিং।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযুক্তদের মধ্যে তিন জন উত্তরপ্রদেশের আমেঠির বাসিন্দা। আর বাকি ২ জন বিহারের সীতামারি এলাকার বাসিন্দা। কিন্তু অভিযুক্তরা প্রত্যেকেই নয়া দিল্লির অশোকনগরে ছিল। সেখান থেকেই পুলিশ তাদের গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে একটি ল্যাপটপ,পাঁচটি মোবাইল ফোন ও ৫০টি আধার কার্ডের ফটোকপি বাজেয়াপ্ত করেছে।
Sponsored Ads
Display Your Ads Here