নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ রীতিমতো অফিস করে চাকরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠলো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়। এই ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ বুলবুলচন্ডী এলাকায় ওই অফিসের উপর নজরদারি শুরু করে। বেশ কিছু যুবক-যুবতীরাও মালদার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর ও বামনগোলা থেকে ওই অফিসে আসতেন। এরপর ওই যুবক-যুবতীদের কাছ থেকে জানতে পারেন যে ওই অফিস থেকে চাকরী দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সংস্থাটির বৈধতা নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলে জানা যায় যে ওই অফিসটি ভুয়ো। এরপরই হবিবপুর থানার পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি ধৃতদের কাছ থেকে কম্পিউটার এবং বেশ কিছু কাগজপত্র সহ সমস্ত নথি উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “ধৃত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় শুভঙ্কর সিনহা নামের একজন ব্যক্তির নাম উঠে এসেছে। ইতিমধ্যে পুলিশ তার খোঁজ শুরু করার পাশাপাশি এই ধরনের অফিসের তল্লাশি চালাচ্ছে”।
Sponsored Ads
Display Your Ads Here