নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে ঘরে উনুন জ্বালিয়ে ঘুমোনোর জেরে ইতিমধ্যে চলে গেল একই পরিবারের পাঁচটি প্রাণ। আর বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতরা হলো ১২ বছর বয়সী মাহির, ১৫ বছর বয়সী জাইদ, ১৬ বছর বয়সী মেহেক, ১৭ বছর বয়সী ওয়ারিস ও ১৯ বছর বয়সী সোনম। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের অমরোহায়ের একটি এলাকা একেবারে শোকস্তব্ধ।
সূত্রের খবর, প্রবল ঠান্ডায় শরীরে উষ্ণতা আনতে পরিবারের সকলে রাতের খাওয়ার খেয়ে জ্বলন্ত কয়লার উনুন একটি ঘরের মধ্যে রেখে ঘুমোয়। কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। এরপর পরদিন দুপুর গড়িয়ে গেলেও বাড়ির কাউকে বাইরে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হতেই ডাকাডাকি শুরু করেন। মোবাইলেও ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রীতিমতো চমকে যান।
তারা দেখেন, কেউ বিছানায় আবার কেউ মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তখনও দু’জন বেঁচে। তারপর দ্রুত সকলকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাহির, জাইদ, মেহেক, ওয়ারিস এবং সোনমকে মৃত বলে ঘোষণা করা হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, গত সোমবার লখিমপুর খেরিতে একইভাবে ৭ বছর এবং ৮ বছর বয়সী দুই জন শিশুর মৃত্যু হয়। আর তাদের মা-বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।