নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গোটা দেশে হু হু করে করোনা সংক্রমণের পাশাপাশি অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। ফলে অক্সিজেন না পেয়ে বহু সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর ফলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অক্সিজেনের জোগানের জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছেন। অক্সিজেনের এই চরম সংকটজনক পরিস্থিতির মধ্যেই পুলিশ দিল্লিতে একটি বাড়ি থেকে ৪৮টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করা হলো। এই ঘটনায় পুলিশ বাড়ির মালিককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম দিল্লির একটি বাড়িতে হানা দিয়ে ৩২ টি বড়ো ও ১৬ টি ছোটো অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশের একটি দল। পুলিশ বাড়ির মালিক অনিল কুমারকে আটক করেছে। কিন্তু অনিলবাবু দাবী করেছেন, “তিনি শিল্প ক্ষেত্রে ব্যবহার হওয়া অক্সিজেনের ব্যবসার সঙ্গে যুক্ত”। যদিও অনিলবাবু সেই ব্যবসার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এছাড়া জানা যায়, অনিলবাবু একটি ছোটো অক্সিজেন সিলিন্ডার ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি করতেন। বাজেয়াপ্ত হওয়া সিলিন্ডারগুলি শনিবার দিল্লির কিছু হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশের এই বেহাল অবস্থায় খোদ রাজধানীতেই এই নক্কারজনক ঘটনার ছবি দেখা গেল।