নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার গোটা দেশ। করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার পাল্লা দিয়ে বেড়েই চলেছে। তাই করোনা পরিস্থিতিতে লাগাম টানতে বিভিন্ন রাজ্যের সাথে সাথে মহারাষ্ট্রেও চলছে লকডাউন।
ফলে লকডাউনের জেরে বন্ধ মদের দোকান। তাই শেষমেশ মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে মারা যান ৭ জন শ্রমিক।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনাটি মহারাষ্ট্রের ইভতমলের মানি শহরে ঘটেছে। ওই শ্রমিকেরা মদের দোকান খোলা না পেয়েই এই কাণ্ড করেছে। স্যানিটাইজারের মধ্যে অ্যালকোহল থাকায় সেটি নেশার জন্য পান করতে গিয়েই মৃত্যু ঘটিয়েছে। মৃতরা হলেন সন্তোষ মেহের, দত্ত লঞ্জেনর, গণেশ নন্দেকার, গণেশ শেহলার, সুনীল ধানগেলে, নূতন পাত্রাকার সহ আরো অনেকে।
যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code