নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার একটি ঝোপে ৯ টি বল বোমা ও ৩২ টি কৌটো বোমা সহ মোট তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য শুরু হয়।
পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। বোমাগুলি নিষ্ক্রিয় করতে গিয়ে দেখা যায় প্রত্যেকটি শক্তিশালী বোমা। এরপর এলাকার বাসিন্দাদের সরিয়ে বাগানে ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয়।
এদিন আবারও সামশেরগঞ্জের চশকাপুরে রাস্তার ধারের একটি জঙ্গল থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বম্ব স্কোয়াড খবর পেয়ে ঘটনাস্থলে এসে জায়গাটিকে ঘিরে রেখে বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন।
বগটুই কাণ্ডের পর থেকে পুলিশ যেভাবে রাজ্য জুড়ে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার হচ্ছে তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি স্থানীয় প্রশাসন এসব ব্যাপারে কিছুই জানত না? না জেনেও চুপ ছিল!!