নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের পশ্চিম গ্রেটার নয়ডায় নির্মীয়মাণ একটি বহুতলে লিফ্ট ছিঁড়ে মৃত্যু হয়েছে ৪ জন শ্রমিকের। আর গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন।
সূত্রের খবর, বহুতলে কাজ চলাকালীন লিফ্টে করে শ্রমিকেরা ওঠানামা করছিলেন। আর ন’জন শ্রমিক চোদ্দ তলা থেকে নীচে নামার জন্য লিফ্টে উঠেছিলেন কিন্তু হঠাৎ তার ছিঁড়ে লিফ্ট নীচে আছড়ে পড়তেই চার জন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি পাঁচ জন শ্রমিক গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশকে এই দুর্ঘটনার কথা জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাটি ঘটলো কিভাবে তা খতিয়ে দেখতে শুরু করেছেন। পাশাপাশি এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here