নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে ভোটগ্রহণ চলার সময় দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে লিপ্ত হলো।
এই ঘটনায় আহত হন মোট ৪ জন তৃণমূল এবং বিজেপি কর্মী। আহতদের মধ্যে এক বিজেপি কর্মীর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় দ্রুত তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় বিজেপি কর্মীদের অভিযোগ, “আচমকা তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ওপর বাঁশ, লাঠি সহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এমনকি গ্রামবাসীদের অনেককে বুথে যেতেও বাধা দিচ্ছে”। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার কথা নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে।
কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনা অস্বীকার করে জানায় যে, “এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। বিজেপি কর্মীরাই ভোটের দিন এলাকায় শান্তির পরিবেশ নষ্ট করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে”।
এই ঘটনায় গোটা গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ শুরু করে। এরপর এলাকা জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।