নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির শিলবারিহাট ঘাটপার এলাকায় একটি চিতাবাঘ আচমকা লোকালয়ে ঢুকে হামলা চালালে দু’জন গ্রামবাসী ও দু’জন বনকর্মী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চিতাবাঘটি জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে এলে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করেন। সেই সময় ওই চিতাবাঘ তাদের উপর হামলা চালায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এছাড়া আশপাশে থাকা দুই জন গ্রামবাসীও ওই চিতাবাঘের হামলার শিকার হন। তাদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন। তারপর ওই চার জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হলে আহত ওই চার জন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, এখনো অবধি ওই চিতাবাঘটিকে ধরা স্মভব হয়নি। আপাতত এলাকার একটি ঝোপে লুকিয়ে রয়েছে। তবে বন কর্মীদের তরফ থেকে ওই চিতাবাঘটিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। যদিও এই ঘটনায় গ্রামবাসীরাও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন।