অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাতের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা নতুন কিছু নয়। গতকাল রাতেরবেলা একটি গাড়ি ও বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর জখম হয়েছেন ৪ জন আরোহী।
জানা গেছে, একটি চারচাকা গাড়ি বাইপাস ধরে রুবির দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় একটি সিগন্যালের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় গাড়িতে থাকা এক জন যুবক ও এক জন তরুণীর আঘাত লাগে। অন্যদিকে, একটি বাইক রুবির দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। আর অন্য আরেকটি বাইক উল্টো দিক থেকে আসায় দু’টি বাইক কাছাকাছি চলে এসেছিল।
এতে প্রথম বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে চাকা পিছলে বাইক থেকে দুই জন আরোহী নীচে ছিটকে পড়ে গুরুতর জখম হন। এরপর প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে বাইক আরোহীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করেন। রাতেরবেলা বাইপাসে পৌঁছে গাড়ি বা বাইকের গতি বাড়িয়ে দেওয়ার চল বার বার লক্ষ্য করা গিয়েছে। এর জেরে প্রায়শই এই ধরণের ঘটনা ঘটে থাকে।