নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের ভাতারের বেলেণ্ডা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী মনসুর আলি শেখ নামে এক জন যুবকের।
মৃতের বাবা আসগর আলি জানান, ‘‘আসগর মনসুরকে নিয়ে গোরুর গাড়িতে করে ধান চাপিয়ে মাঠ থেকে ফিরছিল। ওই সময় বজ্রাঘাতে মনসুরের মৃত্যু হয়।’’ কালনা মহকুমাতে বজ্রাঘাতে ৪০ বছর বয়সী খোকন শেখ নামে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া মঙ্গলকোটের জাহাপুর গ্রামের বাসিন্দা ৪১ বছর বয়সী আপাল লোহারের বজ্রপাতে প্রাণ গিয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পাশাপাশি খণ্ডঘোষের তোরকোনার বাসিন্দা ৫২ বছর বয়সী বাসুদেব রায়েরও বজ্রাঘাতে মৃত্যু হয়। অন্যদিকে বর্ধমান থানার নতুনগ্রামের বাসিন্দা মফুজা বেগম বজ্রাঘাতে গুরুতর আহত হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।