নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে চার জনের। মৃতরা সকলেই হবিবপুর থানার কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকার বাসিন্দা।
জানা গেছে মৃতরা হলো ৪ বছর বয়সী অভিজিৎ হাঁসদা, ৩৫ বছর বয়সী শুকুরমণি মাহাতো, ৪০ বছর বয়সী অমল মাহাতো ও ৪০ বছর বয়সী সুকুমার টুডু। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরচালিত ভ্যানে ১২ জন লানসা থেকে হবিবপুর থানার মানিকরা এলাকায় নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
সেখান থেকে বাড়ি ফেরার পথে গোয়ালবাড়ি এলাকায় একটি পিক আপ ভ্যান ওই গাড়িটিতে ধাক্কা মারে। এরপরই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে অভিজিৎ এবং শুকুরমণির মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর বাকিদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে অমল মাহাতো ও সুকুমারের মৃত্যু হয়। এছাড়া বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে পুলিশ ওই চার জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here