নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ সোমবার মাঝরাতেরবেলা মধ্যপ্রদেশের মোরেনা জেলার রাঠোর কলোনী এলাকায় বিস্ফোরণের জেরে তিনটি বাড়ি ভেঙে পড়লো। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ি চাপা পড়ে এখনো অবধি ৪ জন নিহত হয়েছেন। আর ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতেরবেলা ১২টা ৩০ মিনিট নাগাদ আচমকা চারিদিক বিকট শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের অভিঘাতে তিনটি বাড়ি একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর বেশ কয়েক জন বাসিন্দা ওই ধসে পড়া বাড়ির নীচে চাপা পড়ে যান। মোরেনা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। পাশাপাশি পুরসভার কর্মীদের সহযোগীতায় উদ্ধার কাজ শুরু হয়। এলাকারা বাসিন্দারাও সেই কাজে হাত লাগান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ওই বিস্ফোরণ কি কারণে ঘটেছে, তা এখনো অবধি জানা যায়নি। তবে ওই ধ্বংসস্তূপের নীচ থেকে অক্ষত অবস্থায় একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। অর্থাৎ সিলিন্ডার থেকে কোনো বিস্ফোরণ ঘটেনি। ইতিমধ্যে পুলিশ এই দুর্ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here