নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল রাতেরবেলা দিল্লি-জয়পুর হাইওয়েতে গুরুগ্রামের সিধরাওয়ালি গ্রামের কাছে একটি তেলের ট্যাঙ্কার গাড়ি ও পিকআপ ভ্যানে ধাক্কা মারতেই মৃত্যু হয়েছে ৪ জনের।
সূত্রের খবর অনুযায়ী, তেলের ট্যাঙ্কারটি জয়পুরের দিক থেকে আসছিল। তখন ডিভাইডার ভেঙে একটি গাড়িতে ধাক্কা মারে। আর ওই গাড়িতে সিএনজি সিলিন্ডার রাখা ছিল। এর জেরে গাড়িটিতে আগুন লেগে যায়। এতে চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ফলে গাড়িতে থাকা তিন জনের মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ট্যাঙ্কারটি গাড়িটিতে ধাক্কা মারার পর পিকআপ ভ্যানেও ধাক্কা মারে। এরপর এই দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। এদিকে এই দুর্ঘটনার পর থেকেই তেলের ট্যাঙ্কারের চালক চম্পট দিয়েছে। পুলিশ গোটা বিষয়টি জানতে পেরে ওই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here