ব্যুরো নিউজঃ ইটালিঃ ইটালির টিভলিতে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট নাগাদ হাসপাতালের নীচের তলায় আগুন লাগলে তা রান্নাঘর ও জরুরী বিভাগে ছড়িয়ে পড়ে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আর অসুস্থ হয়েছেন বেশ কয়েক জন। মৃতদের বয়স ৭৬ বছর থেকে ৮৬ বছরের মধ্যে বলে জানা গেছে।
তবে ঘটনাটি কর্মীদের নজরে আসতেই হাসপাতালের ওই অংশটি বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এছাড়া দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে এলে বেশ কয়েক জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে আগুনের বিষাক্ত ধোঁয়া জেরে দু’জনের মৃত্যু হয়েছে এবং এক জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। আর হাসপাতালের মর্গ থেকে দগ্ধ অবস্থায় এক জনের দেহ উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রায় দু’শো জনকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে বেশ কিছু সদ্যোজাতও ছিল। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জন্য বা হাসপাতালে রাখা বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে আগুন লেগে তা পরে ছড়িয়ে গিয়ে থাকতে পারে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন।
Sponsored Ads
Display Your Ads Here