রাজ খানঃ বর্ধমানঃ এবার স্যানিটাইজার নিয়েও কালোবাজারি ধরা পড়লো বর্ধমান পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগ কন্ট্রোল ব্যুরোর জালে। ৩০০ লিটার নকল স্যানিটাইজার উদ্ধার সহ ৪ জনকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ড্রাগ কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের একাধিক জায়গায় অভিযান চালায়। শহরের কালিবাজার এলাকার প্রসেনজিৎ দাস নামে একজন ব্যক্তির বাড়ি থেকে ২৫০ লিটার নকল স্যানিটাইজার উদ্ধার হয়েছে। এর পাশাপাশি শহরের অনিতা সিনেমা লেনে কল্যাণী মার্কেট সংলঘ্ন এলাকা থেকে প্রায় আরো ৫০ লিটার নকল স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় চার জন স্যানিটাইজার বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=0QRQj_cfkas
Sponsored Ads
Display Your Ads Hereড্রাগ ইন্সপেক্টর কৌশিক মাইতি বলেন, “বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে এদিন বর্ধমান শহরের বেশ কয়েকটি জায়গায় নকল স্যানিটাইজার বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। প্রায় ৩০০ লিটার স্যানিটাইজার বাজেয়াপ্ত করে চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কোনো ব্যাচ নং বা উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীরণের তারিখ ছাড়াই এই সমস্ত স্যানিটাইজার বিক্রি করা হচ্ছিল। এই সমস্ত স্যানিটাইজারের গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হচ্ছে। আগামীতেও জেলা জুড়ে নকল স্যানিটাইজার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে”।