নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ ডাকাতির পরিকল্পনা বানচাল হয়ে পুলিশের জালে ধৃত চার জন দুষ্কৃতী। অভিযোগ উঠছে যে, চার জন দুষ্কৃতী নিজেদের বিভিন্ন সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করতো।
শুধু তাই নয়, বেসরকারী ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে গ্রাহকের ফাইনান্সে নেওয়া গাড়িকে হাইজ্যাক করার মতো কাজেও জড়িত ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সুত্রে জানা গেছে, ওই চার জন দুষ্কৃতী ফুলবাড়ির নওয়াপাড়া মোড় এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। ধৃতরা হল হাকিম পাড়ার বাসিন্দা শুভঙ্কর সাহা ও বিশ্বজিৎ পাল। আর এনজেপি থানার অন্তর্গত শহিদ কলোনীর বাসিন্দা মিরাজ আলি এবং সৌরভ দেবনাথ।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশী জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিরাজ, সৌরভ, শুভঙ্কর ও বিশ্বজিৎ নিজেদের প্রতারণা এবং বেশ কিছু ডাকাতির কথা স্বীকার করে নেয়।