নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর সিঙ্গুরে পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের চার জনকে কুপিয়ে খুনের চেষ্টায় মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী স্বামী দীনেশ প্যাটেল ও ৪৫ বছর বয়সী স্ত্রী অনসূয়া প্যাটেলের। আর বাবা মাওজি প্যাটেল এবং ছেলে ভাবিক প্যাটেল গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের সিঙ্গুরের নান্দাবাজারে কাঠ চেরাই কল রয়েছে। বাড়িটি কাঠকল লাগোয়া। আজ সকালবেলা আত্মীয় যোগেশ ধাওয়ানি দীনেশবাবুর বাড়িতে যেতেই কোনো কিছু নিয়ে অশান্তি শুরু হয়। এরপর ক্ষণিকের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে ওই পরিবারের চার জনকে কোপাতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর আহত সকলকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীনেশবাবু ও অনসূয়া দেবীকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মাওজিবাবু এবং ভাবিকের শারীরিক অবস্থার অবনতির জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান যে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। কিন্তু এই খুন বিষয়-সম্পত্তি ভিত্তিক নাকি এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here