নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ এবার চাকরীর নামে চার জন ভারতীয়কে রাশিয়ার বেসরকারী ওয়াগনার বাহিনীর হয়ে যুদ্ধ করতে ইউক্রেন সীমান্তে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। দ্রুত তারা তাদের উদ্ধার করে আনার আর্জি জানিয়েছেন। এই চার জন যুবকের মধ্যে এক জন তেলঙ্গানার বাসিন্দা। নাম মহম্মদ সুফিয়ান। বয়স ২২ বছর। বাকি তিন জন কর্ণাটকের কালবুর্গির বাসিন্দা।
সুফিয়ান সেনার উর্দি পরে নিজের বাড়িতে একটি ভিডিয়ো পাঠিয়ে জানান, ‘‘২০২৩ সালের ডিসেম্বর মাসে রাশিয়ায় পাঠানো হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেনার নিরাপত্তা সহায়ক হিসাবে কাজ করবেন। যদিও তা হয়নি। দয়া করে আমাদের বাঁচান। আমরা হাইটেক জালিয়াতির শিকার। জোর করে ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়েছে।’’ আর ১৫ দিন আগে ভাই ফোন করেছিল। তখন জানানো হয়, ‘‘ইউক্রেন সীমান্ত থেকে চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে। ইচ্ছার বিরুদ্ধে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রতারণা করা হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
তাদের পরিবারের অভিযোগ, ‘‘ওই চার জন দুবাইতে কাজ করতেন। সেখানে মাসে প্রায় চল্লিশ হাজার টাকা বেতন পেত। কিন্তু সেখানে এক জন চাকরীর এজেন্টের সাথে সাক্ষাৎ হয়েছিল। যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রাশিয়ায় কাজে গিয়ে মাসে দু’লক্ষ টাকা পাবে। এরপর গত বছর নভেম্বর মাসে তারা দুবাই থেকে দেশে ফিরে আসে। আর চাকরী দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে ডিসেম্বর মাসে রাশিয়া পাঠিয়ে দেওয়া হয়। তারপর ভিজিটরস ভিসায় চেন্নাই থেকে রাশিয়ার বিমানে করে পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর রাশিয়া গিয়ে দেখা গিয়েছে যে, রাশিয়ায় কাজ দেওয়ার নামে ভাড়াটে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে।’’ আপাতত এই সেনাবাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। এর পাশাপাশি ওই চার জন ছাড়া আরো ষাট জন ভারতীয়কে ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনীতে যুদ্ধের জন্য নিয়োগ করা হয়েছে। এমনকি রুশ ভাষায় লেখা চুক্তিপত্রে সই করানো হয়েছে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের এক জন ব্যক্তি সকলকে নিয়োগ করে পাঠিয়েছেন। ওই ব্যক্তির একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here