নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লি পুলিশের তৎপরতায় ৩৫৪ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আড়াই হাজার কোটি টাকা। পুলিশ এই পাচারের সঙ্গে যুক্ত চার জন অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে। এদের মধ্যে এক জন দিল্লি ও তিন জন হরিয়ানার বাসিন্দা।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশে এত বেশী পরিমাণে মাদক বাজেয়াপ্ত হয়নি। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা অথবা দেশে কোনো মাদক চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
আজ একটি সাংবাদিক বৈঠকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের এক আধিকারিক নীরজ ঠাকুর জানিয়েছেন, “ওই মাদক আফগানিস্তান থেকে ভারতে এসেছিল। মুম্বই থেকে দিল্লিতে জলপথে পাচার করা হয়েছিল। প্রথমে মধ্যপ্রদেশের শিবপুরীতে একটি কারখানায় রাখার পরিকল্পনা ছিল। এরপরে অন্য জায়গায় পাচার করা হতো। তাই ফরিদাবাদে একটি বাড়ি ভাড়া করা হয়েছিল। এছাড়া মনে করা হচ্ছে যে মাদক কেনার জন্য পাকিস্তান থেকে টাকা পাঠানো হয়েছিল”।
Sponsored Ads
Display Your Ads Here