নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ পাঞ্জাবের হরিয়ানার জিন্দ জেলায় নাবালিকাকে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিয়ো তুলে তা ফাঁস করে দেওয়া হুমকির অভিযোগে পুলিশ দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গত বছর আগস্ট মাসে একাদশ শ্রেণীর ওই ছাত্রী এক মহিলার সাথে দেখা করতে যায়। ওই মহিলা তার বাড়ির কাছেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ওই সময় দু’জন অভিযুক্ত ওই মেয়েটিকে খাবারের লোভ দেখিয়ে ডেকে ধর্ষণ করে। এমনকি ওই অভিযুক্তরা ধর্ষণের দৃশ্য ভিডিও করে রাখেন।
এরপর প্রতিনিয়ত ওই ভিডিয়ো প্রকাশ্যে আনার হুমকি দিয়ে ওই মেয়েটির কাছে থেকে নিয়মিত টাকা চাইতে থাকেন। কিন্তু ওই অভিযুক্তদের টাকার অংক ক্রমশ বাড়তে থাকায় অবশেষে ওই মেয়েটি আর টাকা দিতে না পারায় বাধ্য হয়ে পরিবারের কাছে পুরো বিষয়টি জানায়।
এরপর প্রায় পাঁচ মাস পর গতকাল ওই মেয়েটির মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। গারহি থানার পুলিশ সেই অভিযোগের উপর ভিত্তি করে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে পসকো আইন সহ আরো একাধিক ধারায় মামলা দায়ের করেছে। পাশাপাশি যে মহিলার বাড়িতে ওই মেয়েটি গিয়েছিল সেই মহিলাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।