ব্যুরো নিউজঃ চিনঃ আজ ভয়ানক ট্রেন দুর্ঘটনায় তাইওয়ানে নিহত হয়েছেন প্রায় ৩৬ জন। ও আহত হয়েছেন অন্তত ৭২ জন। যদিও উল্টে যাওয়া ট্রেনের কোচে অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, তাইওয়ান প্রশাসন জানায়, তাইতুং গামী ট্রেনটি হুয়ালিয়েনের উত্তর দিকে একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় সুড়ঙ্গের দেওয়ালে ট্রেনের কয়েকটি কোচের ধাক্কা লেগে ট্রেন বেলাইন হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। প্রথম চারটি কোচ থেকে প্রায় ৮০ থেকে ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর পাঁচ নম্বর থেকে আট নম্বর পর্যন্ত কোচগুলি দুমড়ে মুচড়ে গিয়েছে।
উদ্ধারকারীদের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। কিন্তু আটকে যাওয়া মানুষের বাঁচার আশার যথেষ্ট কম বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ট্রেনটিতে মোট ৩৫০ জন যাত্রী ছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সেন্ট্রাল নিউজ এজেন্সির দাবী, রেললাইনের ধারে একটি ট্রাক ভুল ভাবে পার্কিং করা হয়েছিল। ট্রাকের একটি অংশ ট্রেনের সঙ্গে লাগে। এরপরই ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে সুড়ঙ্গের ভিতরে দেওয়ালের সাথে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, “গত তিন দশকের মধ্যে এই ট্রেন দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ”। এই ঘটনায় বাক্রুদ্ধ গোটা বিশ্ববাসী।