মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বনগাঁ শহরে উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য ৩২৭ টি প্রকল্প ঘোষণা করা হলো।
প্রকল্পগুলির মধ্যে আছে- গ্যালারি, ঢালাই রাস্তা, ওল্ড ট্রি মডেল, বীণাপানি সেতু, গায়ত্রী ওয়াটার সাপ্লাই, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, অগ্নিকন্যা বিনোদন পার্ক, বিশ্ব বাংলা ক্লক টাওয়ার, ভূপেন্দ্রনাথ স্মৃতি কর্মতীর্থ, তরুণ সর্দার ডাম্পিং গ্রাউন্ড সহ আরো অনেক কিছু।
Sponsored Ads
Display Your Ads Here
পুরপ্রশাসক গোপাল শেঠ প্রকল্পগুলি উপলক্ষে জানান, ‘‘এদিন আমরা একসাথে ৩২৭ টি প্রকল্পের উদ্বোধন করেছি। ৩০ কোটি টাকারও বেশী টাকা খরচ হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া অর্থের সঠিক ব্যবহার করে প্রকল্পগুলি রূপায়ণ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কয়েক হাজার পরিবারের হাতে ইনডাকশন আভেন দিয়েছি। এর ফলে মানুষের রান্নার খরচ অনেক কমবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘‘তৃণমূল ঢপবাজির জায়গা পায় না। ৩২৭ টি প্রকল্প সংখ্যায় ক’টা হয়, ওঁরা হয় তো গুণতে ভুলে গিয়েছেন। চোখের সামনে তো দু’তিনটি দেখতে পাচ্ছি। ইনডাকশন আভেন দিয়েছেন, কিন্তু বিদ্যুতের বিল কে দেবেন?’’
সিপিএমের নেতা পীযূষকান্তি সাহা বলেছেন, ‘‘ক্লক টাওয়ার তৈরীর ফলে যানজট বাড়বে। আর মানুষের দেওয়া প্রচুর সরকারী টাকা খরচ করে প্রকল্প উদ্বোধনের নামে অপচয় করা হলো। ঢালাই রাস্তা তৈরী হলে লোকজন যাতায়াত শুরু করেন।
এর আবার উদ্বোধন করতে হয় বলে তো আগে শুনিনি। করোনা পরিস্থিতিতে মানুষ চাল কিনতে পারছেন না। অথচ চাল ফোটানোর আভেন দেওয়া হচ্ছে। এগুলো পুরোটাই ভোটের দিকে তাকিয়ে করা হচ্ছে।’’