ব্যুরো নিউজঃ ফিলিপিন্সঃ গতকাল রাতেরবেলা ফিলিপিন্সের দক্ষিণে বাসিলান দ্বীপের কাছে মাঝসমুদ্রে ‘লেডি মেরি’ নামে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে মৃত্যু হলো তিন জন শিশু সহ মোট ৩১ জনের।
সূত্রের খবর, যখন অধিকাংশ যাত্রীরা ঘুমে অচেতন ছিলেন তখন আচমকা ফেরিতে আগুন লাগে। ফলে মুহূর্তের মধ্যে ফেরির নীচের তলায় আগুন ছড়িয়ে পড়ে। তাই অনেকেই প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দেন। সারা রাত উদ্ধারকারীরা চেষ্টার পরে আজ সকালবেলা আগুন আয়ত্তে আনেন। কিন্তু সাঁতার না জানায় জল থেকে দশ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
তবে ফেরির নীচের তলায় শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় আরো ১৮টি মৃতদেহ উদ্ধার হয়। এছাড়া ২৩০ জনের দেহ উদ্ধার করা হয়। আর অনেকেই নিখোঁজ আছেন। যদিও এখনো অবধি ফেরিতে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।