নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ উত্তরপ্রদেশের এক প্রাক্তন বিচারকের অ্যাকাউন্ট থেকে মালদার তিন জন যুবক ১৭ লাখ টাকা চুরি করে নিয়েছিল। আর এবার মালদা পুলিশের সাহায্য নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ ওই তিন জন যুবককে গ্রেপ্তার করেছে।
উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম দপ্তর সূত্রে জানা গেছে, প্রয়াগরাজের বাসিন্দা ওই প্রাক্তন বিচারকের মোবাইল ফোন রিচার্জ করতে গিয়ে বিপত্তি ঘটে। প্রায় আট মাস আগে তিনি একটি দোকান থেকে মোবাইল রিচার্জ করান। কিন্তু সেই সময় ওই বিচারকের রিচার্জ হয়নি। আর সেই সূত্র ধরেই ওই বিচারকের নম্বর প্রতারকদের হাতে পৌঁছায়।
এরপর ওই তিন জন যুবক বিচারককে ফোন করে ওটিপি জেনে নিয়ে ওই বিচারকের অ্যাকাউন্ট থকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। গতকাল উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম দপ্তর মালদার হবিবপুর থেকে ওই তিন জন যুবককে গ্রেপ্তার করে দু’দিনের রিমান্ডে নিয়েছে। ধৃত তিন জন যুবক হল আশিস মণ্ডল, সুজন মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল।
উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, “তদন্তে নেমে প্রথমে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে গ্রে্পতার করে তার থেকে বেশ কিছু সিম কার্ড এবং ব্যাঙ্ক সংক্রান্ত নথি উদ্ধার হয়। তারপর তাকে জেরা করেই আশিস, সুজন ও বিশ্বজিৎ এর নাম জানা যায়।”