রায়া দাসঃ কলকাতাঃ জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় বিস্ফোরণে পর কোক প্ল্যান্টে ভয়াবহ আগুন লেগেছে। এই আগুনে ঝলসে আহত হয়েছেন কমপক্ষে ৩ জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছায়।
জানা গিয়েছে, আচমকা টাটার কোক প্ল্যান্টে ওয়েল্ডিং করে লিকেজ আটকানোর কাজ চলাকালীন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর চারদিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের আধিকারিকরা পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি অগ্নিদগ্ধ তিন জন শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
ওই কারখানার শ্রমিকরা জানিয়েছেন যে, “প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে সেখানে কাজ বন্ধ থাকার ফলে বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে।”