বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩ টি দোকান
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শুক্রবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে একটি দোকানে আগুন লাগে। আর মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে দোকানগুলিকে বাঁচাতে স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে হাত লাগায়।
এলাকাবাসীদের তরফে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু দোকানে থাকা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। আনুমানিক ১০ লক্ষ টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায়। তিনটি দোকানের পাশাপাশি একটি গাড়িও ভস্মীভূত হয় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানের মালিক। অগ্নিকাণ্ডের ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।