আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান
স্নেহাশীষ মুখার্জিঃ ফুলিয়াঃ বৃহস্পতিবার গভীর রাতে নদীয়ার ফুলিয়া স্টেশন রোডে আগুন লাগে।
ফুলিয়ার চিলিং গেটের পাশ থেকে ফুলিয়া রেলগেট সংলঘ্ন পর পর ১২ টি থেকে ১৫ টি দোকানে আগুন লেগে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ১২ টা নাগাদ এই আগুন লাগে। রাত যতো বাড়তে থাকে আগুনের ভয়াবহতাও ততো বাড়তে থাকে। আগুনের লেলিহান শিখা এক এক করে বিভিন্ন দোকান গ্রাস করতে থাকে। এমনকি রাস্তার দু’ধারে থাকা গাছ গুলো আগুনে পুড়ে যায়। এরপর স্থানীয় মানুষজন শান্তিপুর দমকল অফিসে খবর দেন।
প্রাথমিকভাবে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণ না আসায় তার কিছুক্ষণ পরে দমকলের আরেকটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। দু’টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন কিভাবে লাগলো তা এখনো জানা সম্ভব হয়ে ওঠেনি।
প্রাথমিকভাবে জানা যায়, আগুনে দোকানগুলি সম্পূর্ণ ভস্মীভূত ছিল। সেলুন, চায়ের দোকান, ফলের দোকান, ইলেকট্রিকের দোকান, হার্ডওয়ার্সের দোকান, রেডিমেড পোশাকের দোকান ও লটারির টিকিটের দোকান সহ বিভিন্ন ছোটো-বড়ো দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই দোকানগুলোর আশেপাশে থাকা বেশ কিছু দোকান আগুনের হল্কানিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল সূত্রে জানা যায়, আড়াই থেকে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে ব্যবসায়ী বলেন, “এই দোকানের ওপরেই তাদের সংসার চলত। তাদের দোকানই ছিল সম্বল, দোকানের রুজি-রোজগারেই ছেলে-মেয়ের পড়াশোনা থেকে বয়স্ক মা’র চিকিৎসা পর্যন্ত চলত। এখন কিভাবে তারা আবার ঘুরে দাঁড়াবে? আর কিভাবেই বা করোনা আবহে নতুন করে দুটো পয়সার মুখ দেখবে সেই চিন্তায় এখন তারা দিশাহারা”।