ব্যুরো নিউজঃ আবু ধাবিঃ ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটায়। ২০১৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরশাহি ইরান সমর্থিত ওই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে ইয়েমেনের সরকারী বাহিনীকে সাহায্য করার জেরে এই হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি সে দেশের সরকারী বাহিনী ইয়েমেনের রাজধানী সানার উত্তরে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অভিযান শুরু করে। মারিব ও শাবওয়া অঞ্চলে লড়াইয়ে সংযুক্ত আরব আমিরশাহি ইয়েমেন সেনাকে সাহায্য করছে বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, বিমানবন্দর লাগোয়া একটি তেল উৎপাদন সংস্থার কারখানায় ড্রোন হামলার জেরে তিনটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জেরে তিন জন মারা গেছেন। যাদের মধ্যে দু’জন ভারতীয় নাগরিক। অপর একজন পাকিস্তানের নাগরিক।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি ছোটো বিমানের অংশ উদ্ধার করেছে। এই বিস্ফোরণের কারণে অনেক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।