Indian Prime Time
True News only ....

হাজার হাজার কোভিড পরীক্ষার কিট সহ ওষুধে ঢাকা পড়েছে রেললাইন

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের রেললাইনের উপরে অনলাইনে কেনা হাজার হাজার জিনিসপত্রের প্যাকেট পড়ে আছে। যার মধ্যে ওষুধপত্র সহ কোভিড পরীক্ষার কিটও রয়েছে। যা একেবারে অবিশ্বাস্যকর। 

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, একদল চোর অনলাইনে অর্ডার করা জিনিসপত্র লুঠ করছে। মালবাহী ট্রেন কোনো জায়গায় থামলেই ওই চোরের দল অনলাইনে অর্ডার করা হাজার হাজার বাক্স লুঠ করে পালিয়ে যায়।

- Sponsored -

- Sponsored -

রেলের আধিকারিকরা জানিয়েছেন, “রেলের একটি ট্র্যাক রাস্তার খুব কাছাকাছি। আর ওই চোরের দল এই সুযোগটাই নিচ্ছে। ওই চোরের দল মালবাহী ট্রেনগুলি কোনো একটি জায়গায় থামা অবধি অপেক্ষা করে। এরপরে তালা ভাঙার যন্ত্র দিয়ে মালবাহী বগির তালা ভাঙে। এর ফলে তারা সহজেই ট্রেন থেকে টার্গেট, ফেডেক্স, অ্যামাজন ও ইউপিএসের কুরিয়ারে যাওয়া জিনিসপত্র লুঠ করছে”।

আর যে জিনিসগুলি ভারী অথবা বাজারে বিক্রি করা কঠিন সেগুলি রেললাইনে ফেলে পালিয়ে যায়। এই ফেলে দেওয়া তালিকায় কোভিড পরীক্ষার কিট, ওষুধ এবং আসবাবপত্র রয়েছে। তবে যে হারে কোভিড পরীক্ষার কিট ও ওষুধ নষ্ট হচ্ছে তা সত্যিই হতাশাজনক। 

রেল অপারেটর ইউনিয়ন প্যাসিফিকের তরফ থেকে বলা হয়েছে, ‘‘কেবলমাত্র ২০২০ সালের অক্টোবর মাস থেকে ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত চুরির ঘটনা ৩৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে’’। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored