Indian Prime Time
True News only ....

পর দু’দিনের ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালো ৩ জন

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ আজ বেঙ্গালুরুর আত্তিবেলে অঞ্চলে একটি রাসায়নিক কারখানার বয়লার ফেটে অনেকে গুরুতর আহত হয়েছেন। এতে কারখানার আশপাশে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। এই নিয়ে পরপর দু’দিন বেঙ্গালুরুতে বিস্ফোরণ হলো। বিস্ফোরণে দোকানের কাছে থাকা বাইক গুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বেঙ্গালুরুর নিউ থারাগুপেট এলাকার একটি পাংকচার দোকানের পাশে ট্রান্সপোর্ট গোডাউনে কোনো রাসায়নিকের প্রভাবে বিস্ফোরণের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। আর চার জন আহত হয়েছেন। সেখানে ৮০ বাক্স বিস্ফোরক মজুত রাখা ছিল। এর মধ্যে ক’টিতে বিস্ফোরণ হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বেঙ্গালুরু সাউথ ডেপুটি কমিশনার অব পুলিশ হরিশ পান্ডে জানান, “নিহতদের মধ্যে একজন মজুর ছিলেন যিনি বাক্সগুলি দেখাশোনা করছিলেন। এই বিস্ফোরণের জেরে তার মারাত্মক অঙ্গহানি হয়েছে। বাক্সগুলি নাড়াচাড়া করতে গিয়েই এই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কিন্তু সিলিন্ডার অথবা বাজি বিস্ফোরণ কিংবা শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ হয়নি। কোনো কম্প্রেসরের টুকরোও ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিস্ফোরণের উৎস খতিয়ে দেখা হচ্ছে। তবে ফরেনসিক টিম এসে দেখলেই প্রকৃত কারণ জানা যাবে।

এর পাশাপাশি জানা গিয়েছে যে, গুদাম ঘরটি একটি ট্রান্সপোর্ট কোম্পানীর। ঘরটি অস্থায়ী গোডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ফলে সেখানে বিস্ফোরক রাখার কথাই নয়। বিস্ফোরণের জেরে আগুন ধরেলেও পরে তা দমকল বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored