ভীমপুরে বজ্রাঘাতে মৃত্যু হয় ৩ জনের
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ গতকাল বিকাল ৪ টে নাগাদ নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলতলা গ্রামে বজ্রঘাতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর আহত হয়েছেন আরো ১ জন।
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, আচমকা আকাশ থেকে বাজ পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া আহত ব্যক্তিকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।