স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ গতকাল বিকাল ৪ টে নাগাদ নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত কুলতলা গ্রামে বজ্রঘাতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর আহত হয়েছেন আরো ১ জন।
https://www.youtube.com/watch?v=Kses6qZglxE
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, আচমকা আকাশ থেকে বাজ পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া আহত ব্যক্তিকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
https://www.youtube.com/watch?v=PGX9fUYBfnw
এই মর্মান্তিক দুর্ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।