প্রতিবন্দী ১ ভবঘুরে বৃদ্ধাকে স্কুল চত্বর থেকে উদ্ধার করলো পুলিশ
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ একসময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন। এরপর থেকেই আর চলাচল করতে পারেন না। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দহঘাট দুর্গাপুর প্রাথমিক স্কুলের বারান্দায় পড়েছিলেন এক অজ্ঞাত পরিচয় ভবঘুরে বৃদ্ধা।

- Sponsored -
বিষয়টি জানতে পেরেই বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় ও ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁয়ের নির্দেশে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। তারপর ওই বৃদ্ধাকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে ওই বৃদ্ধা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সুস্থ রয়েছেন।
পুলিশের এই মানবিক উদ্যোগকে সকলে অভিনন্দন জানায়।