নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুলতানগঞ্জ সংলগ্ন একটি লিচু বাগানে ছাগল চোর সন্দেহে তিন জনকে ওই লিচু গাছে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল এলাকার বেশ কিছু মানুষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরবেলা চার জন ব্যক্তি বৈষ্ণবনগর থানার ১৬ মাইল সংলগ্ন খেজুরিয়া এলাকা থেকে তিনটি ছাগল একটি চার চাকার ছোটো গাড়িতে তুলে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীদের একাংশ ওই গাড়ির পিছু ধাওয়া করে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই চার জন ব্যক্তি গাড়িটিকে পাগলা নদীর ধারে একপাশে দাঁড় করিয়ে রেখে নদী সংলগ্ন ঝোপেঝাড়ে লুকিয়ে পড়েন। তারপর কিছুক্ষ্ণের মধ্যে পিছু নেওয়া ওই এলাকাবাসীরা তাদের মধ্যে তিন জনকে ধরে লিচু গাছে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করেন। এমনকি তাদের গাড়িটিতেও ভাঙচুর চালানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কালিয়াচক থানার পুলিশ এই খবর পেয়ে ওই তিন জনকে উদ্ধার করে সিলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এর পাশাপাশি ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গত দুই বছর আগেই মালদা জুড়ে গণপিটুনির হিড়িক পড়েছিল। যদিও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় ও সচেতনতামূলক প্রচারে গণপিটুনি অনেকটাই বন্ধ হয়। কিন্তু এদিন ফের চোর সন্দেহে তিন জনকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।