নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ আজ হায়দ্রাবাদে হুইস্কি আইসক্রিম’ বিক্রিকে কেন্দ্র করে তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে পুলিশ এই চক্র চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে। একটি দোকানও সিল করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, আইসক্রিমের সাথে হুইস্কি মিশিয়ে সেখানে বিক্রি করা হচ্ছিল। আর গ্রাহকদের মধ্যে বেশ সাড়াও পড়ে গিয়েছিল। ফলে রমরমিয়ে বিক্রি চলছিল। এদিকে, আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে জুবিলি হিলসের বেশ কয়েকটি আইসক্রিম পার্লারে হানা দেয়। এরপর সেখানেই বেশ কয়েকটি দোকানে তল্লাশি অভিযান চালায়। পুলিশ সূত্রে খবর, একটি দোকান থেকে প্রচুর মদ উদ্ধার হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি শোভন, দয়াকর রেড্ডি ও শরৎচন্দ্র রেড্ডি নামে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া এই ধরণের আইসক্রিম আর কোথায় কোথায় বিক্রি হয়, আর কারা এই ঘটনার সাথে জড়িত তা জানার চেষ্টা চলছে। উল্লেখ্য যে, এই আইসক্রিম একশো মিলিলিটার হুইস্কির সঙ্গে ৬০ গ্রাম আইসক্রিম মিলিয়ে তা চড়া দামে বিক্রি করা হত।
Sponsored Ads
Display Your Ads Here