নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান অনুষ্ঠানে কম্বল নেওয়ার জন্য বিশৃঙ্খলা ও হুড়োহুড়িতে মৃত্যু হল শিশু সহ অন্তত ৩ জনের। আর আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে দুঃস্থদের কম্বল প্রদান করা হচ্ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আচমকা এই হুড়োহুড়িতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর সেখানেই পদপিষ্ট হয়ে তিন জন মারা যান।
এছাড়া বেশ কয়েকজন আহতও হয়েছেন। এই ঘটনা নিয়ে শাসক দল প্রত্যাশিত ভাবে বিরোধী দলনেতার দায়িত্বজ্ঞান নিয়ে কটাক্ষ শুরু করেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে জানান, ‘‘পাগলের হাতে দেশলাই পড়লে এই দশাই হবে।’’