নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ কেরলের পর মুম্বই এরপর এবার গুজরাট জুড়ে ঘূর্ণিঝড় তকত ভয়ংকর প্রভাব ফেলছে। ঘূর্ণিঝড় তকতের দাপটে আপাতত গুজরাটে মৃত্যু হয়েছে ৩ জনের।
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, “ঘূর্ণিঝড় তকতের জেরে গুজরাট রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ৪০ হাজার গাছ উপড়ে পড়েছে। এছাড়া ১৬ হাজার ৫০০ টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে তাই ১৪ টি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereআবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় তকত গুজরাটের সৌরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় তকত ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরে যেতে শুরু করলে ঘূর্ণিঝড় তকতের শক্তি কমতে পারে।