নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল সন্ধ্যাবেলা দিল্লির লালকেল্লার মূল ফটক লাহোরি গেট এলাকায় একটি বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হলো ৩ জনের। আহত হয়েছেন প্রায় ৫ জন। এছাড়া ওই ধ্বংসস্তূপে আরো তিন থেকে চার জন আটকে আছেন বলে মনে করা হচ্ছে।
দমকল বিভাগ ঘটনাটির খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এরপর ধ্বংসস্তূপ থেকে পাঁচ জন আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দমকল সূত্রে জানা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে ঠিক কত জন আটকে পড়েছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। কিন্তু প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে অন্তত তিন থেকে চার জন আটকে আছেন। আপাতত আটকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।