নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির বেলাকোবায় শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকায় বন দপ্তরের তৎপরতায় লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এই কাঠের আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।
বন দপ্তর সূত্রে জানা যায়, সিমেন্টের বস্তার নীচে সেগুন কাঠ রেখে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বনকর্মীরা রাজস্থানের নম্বর প্লেটযুক্ত ওই ১৪ চাকার কাঠ পাচারকারী ট্রাকটিকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই ট্রাকের চালক ও সহকারী চালক সহ তিন জনকে গ্রেফতার করা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিন ধৃত কোমল সিংহ, কৃপাল সিংহ এবং সঞ্জয় কুমারকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এই ঘটনার পিছনে পাচারচক্রের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে, ওই কাঠ আসাম থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।